অনলাইন ইনকাম প্রতারণা কিভাবে বুঝবেন? | How to identify online fruad

আপনি যদি শিক্ষিত এবং সুস্থ মস্তিস্কের মানুষ হয়ে থাকেন তাহলে সাবধান হোন। আর হুজুগে বাঙালী হলে ইনকামের লোভে প্রতারিত হোন।

বর্তমান সময়ে ফেসবুকে অনেকেই অনলাইনে ইনকামের নামে স্ক্যামিং হচ্ছে।
যেমনঃ
• ৫ মিনিটেই কাজ শিখুন , মাসে ৭০০০-৮০০০ হাজার৷ টাকা
ইনকাম করুন। (প্রতারণা) 
• কোন MB চার্জ নেই , এড ফি লাগবেনা (প্রতারণা)
• ২০-৩০ জন আপু নিবো (প্রতারণা)
• ইনকামের যথেষ্ট প্রমান আছে (প্রতারণা)
• ১৫০০০-২০০০০ ইনকাম করুন সহজেই (প্রতারণা)
• এই ৭ দিনে এতো ইনকাম করেছি (টাকার ছবি সহ )
(প্রতারণা)
• ইত্যাদি ইত্যাদি
ভাই অনলাইনে ইনকাম করা এত সহজ না যারা ক্লায়েন্ট থেকে কাজ নিয়ে কাজ করে শুধুমাত্র তারাই বুঝতে পারে একটা প্রজেক্ট পাওয়া কতটা কঠিন। 
তবে স্কিল /দক্ষতা থাকলে খুবই সহজ। যাদের স্কিল আছে তারা ফ্রিল্যান্সিং করে প্রতি মাসে কোটি টাকাও ইনকাম করতে পারে।
প্রতারণা করে সাধারণ মানুষদেরকে বোকা বানানো হচ্ছে, তাদের সাথে প্রতারণা করা হচ্ছে। অনলাইন ইনকাম সম্পর্কে ভুল তথ্য প্রচার করা হচ্ছে।
ফলে মানুষ প্রতারিত হয়ে ভূল মেছেজ পেয়ে অনলাইনকেই এড়িয়ে চলছে।
প্লিজ যারা এমন কাজগুলো করছেন তাদের দোহায় লাগে,,!!!! একটা মানুষ যখন চাকরির পিছনে দৌড়াতে দৌড়াতে জোতার তলা ছিড়ে ফেলে তখন সে অনুপায় হয়ে ফ্রিল্যান্সিং পেশাটাকে বেছে নেয়,অথচ তারা শুরুতেই ভূল মেছেজ পেয়ে অনলাইন থেকে ছিটকে যায়।
অধিকাংশ ছেলে,যারা মেয়ের নাম ব্যবহার করে ফেক আইডি ব্যবহার করে ফ্রিল্যান্সিং/ অনলাইন ইনকাম ইত্যাদি নামে একাধিক গ্রুপ পরিচালনা করছে। যেখানে একাধিক ফেক আইডি মেয়ে নামের আইডি যারা গ্রুপে এড করে ইনকাম করার সুযোগ করে দিবে বলে 150 টাকা বা কেও কেও এর বেশিও নিচ্ছে। অনেককে ব্লক করে দিচ্ছে…আল্লাহ সহায় হোন আমিন,!!!

চাকরির খবর জানতে আমাদের চাকরির খবর ক্যাটাগরি ফলো করুন।

নতুন চাকরির খবর সবার আগে পেতে

Post Related Things: নিয়োগ বিজ্ঞপ্তি,নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০,নিয়োগ বিজ্ঞপ্তি 2020,daily education, bd job today , New job circular, bd recent job circular, Job Circular সরকারী চাকরির খবর,চাকরির খবর প্রথম আলো,চাকরির বাজার,আজকের চাকরির খবর,চাকরির ডাক, আজকের চাকরির পত্রিকা,চাকরির পত্রিকা আজকের, নিয়োগ বিজ্ঞপ্তি,নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০,নিয়োগ বিজ্ঞপ্তি 2020,daily education, চাকরির খবর পত্রিকা, চাকরির খবর ২০২০,চাকরির খবর apk,চাকরির খবর bd jobs,চাকরির খবর.com,daily চাকরির খবর,e চাকরির খবর,চাকরির খবর govt, ,চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০,চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি,চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি 2020,চাকরী নিয়োগ বিজ্ঞপ্তি,চাকরীর নিয়োগ বিজ্ঞপ্তি,new চাকরির খবর,চাকরির খবর paper,চাকরির খবর পত্রিকা, চাকরির ডাক পত্রিকা, চাকরির বাজার পত্রিকা,সাপ্তাহিক চাকরির পত্রিকা

Leave a Reply