রবিউল করিম, গাজীপুর থেকেঃ
আমাদের সমাজে এমন প্রকৃতির কিছু মানুষ আছে যারা নিজের প্রশংসা নিজেই করে বেড়ায় এবং সর্বদা অন্যের ব্যাপারে সমালোচনা করে যায়। সে নিজেকে সবার সামনে হিরু বানিয়ে প্রশংসা করে বেড়ায় এবং অন্যকে কিভাবে টেনে নিচে নামানো যায় সে ব্যাপারে ভাবে সর্বদা। আসলে তিনিই কিন্তু দেখতে অতো আহামরি কিছুই না। কিন্তু সে জানেনা “দুনিয়াতে সবচেয়ে বোকা ও নির্বোধ সে যে নিজেই নিজের প্রশংসা করে”
বলতে খারাপ লাগলেও, আজকাল এ ধরণের মন্তব্য করা মানুষের অভ্যাসে পরিণত হয়েছে।
কে,কি করলো? কার কি দোষ আছে? তা যাচাই বাছাই করা ইত্যাদি। আজকাল অনেক মানুষই আছেন যারা কারণে-অকারণে অন্যের দুর্বল দিকগুলো প্রকাশ করে খুব মজা পেয়ে থাকেন। কিন্তু নিজের সমালোচনা কয়জন-ই বা করেন ?
এই যে ধরুন , অটোপাশ নিয়ে মানুষ কিভাবে সমালোচনা করছে । আপনি
পড়াশোনা করে পাশ করেছেন আর তারা না হয় না পড়ে। এটা কি তাদের দোষ? দেশের মহামারির কারনেই এমনটা হয়েছে। মূলকথা হচ্ছে আমরা সমালোচনা করে
বিশেষ একটা মজা পাই। সমালোচনাকারী একসময় সবার অপ্রিয় হয়ে যায় যা আমাদের মাথায় থাকেনা।
মনে করুন এই অটোপাশ আপনাকে দেয়া হলো , আপনি ঠিকই খুশি হতেন। অন্যের ভালো আমাদের সহ্য হয়না।
আচ্ছা, ধরলাম জীবনে প্রাইভেট পড়েন নাই, মুখস্থ করেন নাই। খাঁটি পাশ টাশ করে এই শিক্ষা পেয়েছেন যে পৃথিবীর এই দুঃসময়ে মানসিক ভাবে অসুস্থ হবার
দ্বারপ্রান্তে দাঁড়ানো বাচ্চাগুলোর কষ্ট যদি না ই বুঝি, অন্তত বুঝবার অভিনয় তো করতে পারি আমরা।
আয়নার সামনে দাঁড়িয়ে একবার নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন তো? অন্যকে নিয়ে যে সমালোচনা করছেন, আসলেই কি তা ঠিক হচ্ছে!!! বিবেক ঠিকই সঠিক উত্তর টাই দিবে। কারণ বিবেক সবসময় সঠিক দিক নির্দেশনা দিয়ে থাকে।অন্যের সমালোচনা প্রকাশ্যে অন্যদের কাছে বলে না বেড়ানোর থেকে মনে মনে নিজের বিবেক কে প্রশ্ন করুন। উত্তর পেয়ে যাবেন।
সেদিকে না চললেই হবে। আর এটাই হচ্ছে আত্মসমালোচনা, যা নিজেরই সমালোচনার ফলাফল।
অন্যের সমালোচনা করে আপনি পার পেয়ে যাবেন এটা ভুল ধারণা! একটা না একটা সময় আপনার চাদরে মোড়া খারাপ দিকগুলো অন্যের সামনে প্রকাশ হবেই। তখন আর লজ্জার শেষ থাকবে না। তাই নিজেকে ভালোভাবে তৈরি করে, তারপর অন্যকে বিচার করতে যাওয়াই ভালো।
রবিউল করিম রবি
ফ্রিলান্সার লেখক
ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ
গাজীপুর।
চাকরির খবর জানতে আমাদের চাকরির খবর ক্যাটাগরি ফলো করুন।
নতুন চাকরির খবর সবার আগে পেতে
Post Related Things: নিয়োগ বিজ্ঞপ্তি,নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০,নিয়োগ বিজ্ঞপ্তি 2020,daily education, bd job today , New job circular, bd recent job circular, Job Circular সরকারী চাকরির খবর,চাকরির খবর প্রথম আলো,চাকরির বাজার,আজকের চাকরির খবর,চাকরির ডাক, আজকের চাকরির পত্রিকা,চাকরির পত্রিকা আজকের, নিয়োগ বিজ্ঞপ্তি,নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০,নিয়োগ বিজ্ঞপ্তি 2020,daily education, চাকরির খবর পত্রিকা, চাকরির খবর ২০২০,চাকরির খবর apk,চাকরির খবর bd jobs,চাকরির খবর.com,daily চাকরির খবর,e চাকরির খবর,চাকরির খবর govt, ,চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০,চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি,চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি 2020,চাকরী নিয়োগ বিজ্ঞপ্তি,চাকরীর নিয়োগ বিজ্ঞপ্তি,new চাকরির খবর,চাকরির খবর paper,চাকরির খবর পত্রিকা, চাকরির ডাক পত্রিকা, চাকরির বাজার পত্রিকা,সাপ্তাহিক চাকরির পত্রিকা