যদি তাদের চাকুরী নাই দেবেন তবে তাদের মিথ্যে স্বপ্ন দেখাবেন না | আব্দুস সালাম প্লাবন

বেকার ও চাকুরী
আব্দুস সালাম প্লাবন

বাংলাদেশে সরকারি চাকুরী সোনার হরিনে পরিণত হয়েছে। তাই অনেকে কোম্পানীর পিছনে ছুটছে। অনেক মেধাবীরা আছে যারা ভালো কোম্পানীর চাকুরীর পিছনে ছুটেও কোনো ফল পাচ্ছেনা। শতশত ইন্টারভিউ দিয়েও চাকুরী মিলছেনা। চাকুরী নিয়োগ বিজ্ঞপ্তি দেখে অনেক মধ্যবিত্ত পরিবারের শিক্ষিত বেকার ছেলের স্বপ্ন ফুটে ওঠে। এবার এই চাকুরীটা বুঝি হবেই। চাকুরীর ইন্টারভিউ দিয়ে তো পায়ের জুতো ক্ষয় করিলাম। এবার আল্লাহর রহমতে চাকুরী নিতেই হবে। বুক ভরা আশা এবং চোখে জাগ্রত স্বপ্ন দেখে চাকুরির ইন্টারভিউ দিতে যায়। ইন্টারভিউয়ে গিয়ে দেখা যায় হাজার হাজার শিক্ষিত বেকার। যাদের বিপরীতে নিবে ২/১জন। পদে নিবে কম্পিউটার অপারেটর প্রশ্ন করে জ¦র ঠান্ডার। অদ্ভুদ অদ্ভুদ প্রশ্ন। অনেক ব্রিলিয়ান্ট চাকুরী প্রত্যাশীরা সবগুলোর উত্তর পারে। তারপরেও সেদিন কনফার্মেশন করেনা। বলে আমরা পরে জানাবো।
শতশত লোক বুকে স্বপ্ন দেখে এবার বুঝি চাকুরীটা হবেই। ৭দিন, ১৫দিন, ১মাস, ৩ মাস, ১বছর হয়ে যায় কিন্তু তাদেরকে ডাকেনা। যদি খোজ নেওয়া যায়। তবে শোনা যায় এমডির অমুকের ছেলে তমুক তমুকের ভাতিজা মেয়ের জামাই শামুককে নেওয়া হয়েছে। তাহলে এখন আমার প্রশ্ন, যেহেতু স্বজনপ্রীতি হবে তবে কেন নিয়োগ বিজ্ঞপ্তি দিলে? তবে কেন হাজারো বেকারদের মিথ্যে স্বপ্ন দেখালে? তবে কেন তাদের গ্রাম থেকে হাজার হাজার টাকা খরচ করে শহরে নিয়ে এসে তাদের ঋনী করালে?
তোমরা তো জানোনা একটা চাকুরীর বিজ্ঞপ্তি দেখে হাজার হাজার শিক্ষিত বেকাররা স্বপ্ন দেখে। তাহারা গ্রাম থেকে টাকা ঋণ করে নিয়ে আসে চাকুরীর ইন্টারভিউ দিতে। যারা কাল কি খাবে তার কোনো নিশ্চয়তা নেই। তাহারাও টাকা সুদের উপর নিয়ে তারপর আসে চাকুরীর ইন্টারভিউ দিতে। কেউ মায়ের গহনা বিক্রি করে আসে চাকুরীর ইন্টারভিউ দিতে। এগুলো বন্ধ করুন।
যদি তাদের চাকুরী নাই দেবেন তবে তাদের মিথ্যে স্বপ্ন দেখাবেন না। হে কোম্পানীর উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ আপনারা আমাদের নিয়ে খেলাবেন না।
https://1.bp.blogspot.com/-uBwW49Jrw1Y/X8EfCVnjCBI/AAAAAAAAAG0/Hk6WBAocwOY6dVOJffEzYrrtOTkLjkgLgCNcBGAsYHQ/s320/apply%2Bnow%2Bbutton.png চাকরির খবর জানতে আমাদের চাকরির খবর ক্যাটাগরি ফলো করুন। নতুন চাকরির খবর সবার আগে পেতে Post Related Things: নিয়োগ বিজ্ঞপ্তি,নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০,নিয়োগ বিজ্ঞপ্তি 2020,daily education, bd job today , New job circular, bd recent job circular, Job Circular সরকারী চাকরির খবর,চাকরির খবর প্রথম আলো,চাকরির বাজার,আজকের চাকরির খবর,চাকরির ডাক, আজকের চাকরির পত্রিকা,চাকরির পত্রিকা আজকের, নিয়োগ বিজ্ঞপ্তি,নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০,নিয়োগ বিজ্ঞপ্তি 2020,daily education, চাকরির খবর পত্রিকা, চাকরির খবর ২০২০,চাকরির খবর apk,চাকরির খবর bd jobs,চাকরির খবর.com,daily চাকরির খবর,e চাকরির খবর,চাকরির খবর govt, ,চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০,চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি,চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি 2020,চাকরী নিয়োগ বিজ্ঞপ্তি,চাকরীর নিয়োগ বিজ্ঞপ্তি,new চাকরির খবর,চাকরির খবর paper,চাকরির খবর পত্রিকা, চাকরির ডাক পত্রিকা, চাকরির বাজার পত্রিকা,সাপ্তাহিক চাকরির পত্রিকা

Leave a Reply