লোকে যাই বলুক, তোমার কৃপণতাকে হাজার সালাম

“ছেলেটা অনেক কৃপণ”
বাসের মধ্যে ২ টাকা বেশি নেওয়ার জন্য ছেলেটা কনট্রাকটরের সাথে ঝগড়া করে। ১৫ টাকা রিক্সা ভাড়া বাঁচানোর জন্য অনেকটা পথ হেটেই যায়।ছেলাটার গায়ে
একই শার্ট দেখা যায় বছরের পর বছর, শার্টের রঙ ঝলসে গেছে অথচ সে একটা নতুন শার্টও কিনে না। 
মুখে কখনো ক্রিম দেয় কিনা সন্দেহ। সব বন্ধুরা মিলে বেড়াতে যাচ্ছে কক্সবাজার।

টাকা থাকার পরও ছেলেটি যাচ্ছে না।
একে কৃপণ না বলে কি বলবো?
পকেটে টাকা আছে, অথচ ভালো রেস্টুরেন্টের পরিবর্তে রাস্তার পাশের খোলা খাবার খাচ্ছে সে।
.
যেই কৃপণ ছেলেটা ২ টাকার জন্য বাসের কনট্রাকটরের সাথে ঝগড়া করছে, ঠিক সেই ছেলেটাই কোন এক অপরিচিত রোগীর চিকিৎসার জন্য ২০০০ টাকা বিকাশ করতে সামান্য দিদ্বাবোধ করছে না। যেই ছেলেটা ১৫ টাকা রিক্সা ভাড়া বাঁচানোর জন্য এতটা পথ হেটে যাচ্ছে সেই ছেলেটাই আবার আরেকটা পথশিশুর লেখাপড়ার জন্য ১৫০০ টাকা দিয়ে দিচ্ছে কল্যাণ সমিতিতে।
যেই ছেলেটা কৃপণ হওয়ার জন্য ৩০০ টাকা দিয়ে একটা শার্ট কিনে নিজে পরতে পারে না,
সেই ছেলেটাই ৩০০০ টাকার শীতবস্ত্র কিনে শীতার্থদের মাঝে দিয়ে দিচ্ছে।
যেই ছেলেটা ৫০ টাকা দিয়ে ক্রিম কিনতে ভয় পায়, সেই
ছেলেটাই এসিড দগ্ধ অপরিচিত বোনটির চিকিৎসার জন্য ৫০০০ টাকা দিয়ে ড্রেসিং মেটারিয়াল কিনে দিচ্ছে
যেই ছেলেটা বেশি টাকা খরচ হবে বলে ভাল রেস্টুরেন্টে
খাচ্ছে না, সেই ছেলেটাই তার জমানো টাকা থেকে
অনাহারীর মুখে খাবার তুলে দিচ্ছে।
কক্সবাজার বেড়াতে না গিয়ে বাড়ীতে গিয়ে দেখে আসছে অসুস্থ আত্বীয়দের। ছেলেটি আসলেই অনেক কৃপণ।
তুমি যদি এমন কৃপণ হও, তাহলে বলবো,
পৃথিবীর আনাচে কানাচে তোমার মত
কৃপণ লোক দ্বারা ভরে উঠুক।
লোকে যাই বলুক,
তোমার কৃপণতাকে হাজার সালাম….
চাকরির খবর জানতে আমাদের চাকরির খবর ক্যাটাগরি ফলো করুন।

নতুন চাকরির খবর সবার আগে পেতে 

Postt Related Things: নিয়োগ বিজ্ঞপ্তি,নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০,নিয়োগ বিজ্ঞপ্তি 2020,daily education, bd job today , New job circular, bd recent job circular, Job Circular সরকারী চাকরির খবর,চাকরির খবর প্রথম আলো,চাকরির বাজার,আজকের চাকরির খবর,চাকরির ডাক, আজকের চাকরির পত্রিকা,চাকরির পত্রিকা আজকের, নিয়োগ বিজ্ঞপ্তি,নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০,নিয়োগ বিজ্ঞপ্তি 2020,daily education, চাকরির খবর পত্রিকা, চাকরির খবর ২০২০,চাকরির খবর apk,চাকরির খবর bd jobs,চাকরির খবর.com,daily চাকরির খবর,e চাকরির খবর,চাকরির খবর govt, ,চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০,চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি,চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি 2020,চাকরী নিয়োগ বিজ্ঞপ্তি,চাকরীর নিয়োগ বিজ্ঞপ্তি,new চাকরির খবর,চাকরির খবর paper,চাকরির খবর পত্রিকা, চাকরির ডাক পত্রিকা, চাকরির বাজার পত্রিকা,সাপ্তাহিক চাকরির পত্রিকা

Leave a Reply