বাংলাদেশ সেনাবাহিনীতে ২৬তম ডিএসএসসি (স্পেশাল পারপাস)- এএমসি তে নিয়োগের জন্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
আবেদনের শুরুর তারিখ : ১৩ নভেম্বর ২০২০ তারিখ।
আবেদনের শেষ তারিখ : ১২ ডিসেম্বর ২০২০ তারিখে।
আবেদনের যোগ্যতা
বয়স : প্রার্থীদের বয়স ০৭ জানুয়ারি ২০২১ তারিখে অনূর্ধ্ব ৪০ বছর।
শারীরিক যোগ্যতা : পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি), ওজন ৫৯ কেজি (১৩০ পাউন্ড), বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), প্রসারণ অবস্থায় ০.৮১ মিটার (৩২ ইঞ্চি) থাকতে হবে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১.৫২ মিটার (৫ ফুট), ওজন ৪৯ কেজি (১০৯ পাউন্ড), বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭১ মিটার (২৮ ইঞ্চি), প্রসারণ অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা : এফসিপিএস/এফআরসিএস/এমএস/এমডি অথবা সমমান যা বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত।
জাতীয়তা : প্রার্থীদের জন্ম/ডোমিসাইল সূত্রে বাংলাদেশী হতে হবে।
বৈবাহিক অবস্থা : বিবাহিত/অবিবাহিত।
আবেদন করার পদ্ধতি : প্রার্থীরা https://joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে শুধু অনলাইনে আবেদন করতে পারবে। আবেদনকারী প্রার্থীরা টেলিটক এসএমএস অথবা ঠওঝঅ ও গধংঃবৎ ঈধৎফ অথবা ঞৎঁংঃ ইধহশ গড়নরষব গড়হবু,নকধংয,জড়পশবঃ এর মাধ্যমে ১০০০ টাকা আবেদন ফি বাবদ জমা দিতে পারবেন। আবেদন ফি জমা দেয়ার পর তাৎক্ষণিকভাবে লিখিত পরীক্ষার কল-আপ লেটার পাওয়া যাবে।
Bangladesh Army Job Circular 2020
Post related things: বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলার ২০২০,বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলার, বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি,বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি,বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০,সেনাবাহিনীর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০,সেনাবাহিনীর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, সেনাবাহিনীর সার্কুলার ২০২০,সেনাবাহিনী সার্কুলার 2020,সেনাবাহিনী বেসামরিক নিয়োগ ২০২০,সেনাবাহিনীতে নতুন নিয়োগ,সেনাবাহিনী নিয়োগ 2020,সেনাবাহিনী নিয়োগ ২০২০ ব্যাচ,সৈনিক পদে নিয়োগ 2020,BMA special course,BMA long course,bma special course circular,bma special course,bma graduate course,bma short course circular 2020,,bma short course circular,army medical specialist job circular 2020,এম ও ডি সি নিয়োগ